চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, মেঘনা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। সেখানে অভিযান চালিয়ে আটটি ড্রেজার জব্দ করা হয়। এ সময় ড্রেজারে থাকা ১৬ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। তীরবর্তী এলাকার ভাঙন বৃদ্ধি পায় এবং মৎস্য সম্পদ, জীববৈচিত্র্য ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা এবং তদন্ত সাপেক্ষে ড্রেজারগুলোর মালিকদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী মাজিস্ট্রেট।
মন্তব্য করুন