চাঁদপুরঃ এবারের ব্যালন ডি’অরের পুরস্কার নিয়ে কম সমালোচনা হয়নি। বিজয়ীর নাম ঘোষণা করার কয়েক ঘণ্টা আগ পর্যন্ত সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল তার নামটাই। শেষ পর্যন্ত অবশ্য ব্যালন ডি অর ওঠেনি ভিনিসিয়াস জুনিয়রের হাতে। ভিনিকে টপকে প্রথমবারের মতো ব্যালন ডি অর জিতেছেন ম্যানচেস্টার সিটি ও স্পেন তারকা রদ্রি। দারুণ পারফর্ম করার পরও ভিনির পুরস্কার না জেতাকে অন্যায় বলে মনে করেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
ভিনিসিয়াসের ব্যালন ডি অর না জেতার খবর আগেভাগেই পেয়ে অনুষ্ঠানও বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনির পুরস্কার না জেতায় সমালোচনায় মুখর ছিলেন সমর্থকরাও। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রিয়ালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) দুবাইতে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডে রোনালদো বলেন, ‘আমার মতে, সে-ই (ভিনিসিয়ুস) ছিল গোল্ডেন বল (ব্যালন ডি’অর) জয়ের যোগ্য। এখানে সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে, সে-ও জয়ের যোগ্য, কিন্তু এটা ভিনিসিয়ুসকে দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে ও ফাইনালে গোল করেছে।’
রোনালদো আরও যোগ করেন, ‘এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে। অন্যদিকে এসব কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি। তারা সৎ।’
অবশ্য ব্যালন ডি’অর জিততে না পারলেও গত ১৭ ডিসেম্বর ফিফার বর্ষসেরার পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতেছেন ভিনি। সেখানে রদ্রিকে ৫ পয়েন্ট ব্যবধানে হারান। শুধু তাই নয় গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি সেরা ফরোয়ার্ডের পুরস্কারও নিজের করে নেন তিনি।
প্রতিদিনের চাঁদপুর/আরএ
মন্তব্য করুন