মোঃ কাউছার পাটোওয়ারী, বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শহিদুর রহমান স্বপনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর বটতলায় এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।এসময় কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় শীতার্ত পরিবারের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়।
এ সময় সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শহিদুর রহমান স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাজী হান্নানুর রহমান রতন, হাজী মজিবুর রহমান মানিক, মোঃ হাজী মিলন মতিউর রহমান, সোনারগাঁ উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মতিউর রহমান মতি, মোঃ সোহেল রানাসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিদিনের চাঁদপুর/আরএ
মন্তব্য করুন