চাঁদপুরঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পাঁচ সমন্বয়কের ফেসবুক আইডি সাইবার হামলার শিকার হয়েছে। ‘ক্র্যাক প্লাটুন; নামের একটি হ্যাকার গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের আইসিটি বিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ। তবে ক্ষতিগ্রস্ত সব আইডির মালিকদের নাম প্রকাশ করা হয়নি।
যুগান্তরের অনুসন্ধানে আক্রান্তদের মধ্যে সায়েদ আবদুল্লাহ, তালাত রাফি এবং সাদিক কায়েমের নাম নিশ্চিত হওয়া গেছে। আক্রমণের আশঙ্কায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের ফেসবুক আইডি নিজেরাই ডিঅ্যাক্টিভ করেছেন। বুধবার সন্ধ্যা থেকে সমন্বয়কদের আইডি ডিজেবল হতে শুরু করে।
এ বিষয়ে একটি দেশীয় সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম নিশ্চিত করেছে যে, সমন্বয়কদের আইডি ডিজেবল করার ঘটনাটি সুনির্দিষ্ট পরিকল্পিত সাইবার হামলার অংশ। আইডি পুনরুদ্ধারে ইতোমধ্যে মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে আইসিটি বিভাগ।
গণঅভ্যুত্থানের পক্ষে কাজ করা একটি সাইবার নিরাপত্তা দল জানিয়েছে, আওয়ামী লীগের ডিজিটাল থিঙ্ক ট্যাঙ্ক ‘সিআরআই’ এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সহযোগীরা তৃতীয় পক্ষের হ্যাকারদের সহায়তায় এসব হামলা চালাচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তৎপর রয়েছেন। হামলাকারীদের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান চলছে বলেও জানান আইসিটি বিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ।
প্রতিদিনের চাঁদপুর/আরএ
মন্তব্য করুন