চাঁদপুরঃ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আলহাজ্ব এম.এ হান্নান শিক্ষা ও মানব কল্যাণ ট্রাস্ট। এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে (শনিবার) ৪ ডিসেম্বর সকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন কালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শরীফ মোঃ ইউনুছ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে আধুনিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে। দেশকে চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদার মুক্ত করা হবে।”
এ সময় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বলেন, “জিয়াউর রহমান সবুজ বিপ্লবের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করে গেছেন। জিয়াউর রহমান ফরিদগঞ্জবাসীর জন্য বেড়িবাঁধ নির্মান আর সেচ প্রকল্প চালুকরণের মাধ্যমে মানুষের ভাতের ব্যবস্থা করে গেছেন। আগামীদিনে আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে। গুম, খুন, অর্থপাচারসহ যাবতীয় অন্যায় অপকর্মের বিচার হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জুর, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ইউনিয়ন যুবদল নেতা শরীফুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফারুক আহমেদ শিবলু, সাধারণ সম্পাদক ইলিয়াস পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমান হোসেন গাজী সহ অনেকে।
প্রতিদিনের চাঁদপুর/আরএ
মন্তব্য করুন