চাঁদপুরঃ সহকারী সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে ‘বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪ এর বিধি অনুযায়ী সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দেওয়া হলো।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— রেলপথ মন্ত্রণালয়ের মো. দুলাল মিয়া, ধর্ম মন্ত্রণালয়ের মো. তফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সফিকুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মো. ফারুক হোসেন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মোল্লাহ মোস্তাহিদুর জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মোসা. সালমা আকতার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মো. ফারুক আলম, পরিকল্পনা বিভাগের মো. মাহতাব হোসেন, শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মানিক উদ্দিন, পরিকল্পনা বিভাগের মো. হাবিবুর রহমান, একই বিভাগের হারাধন চন্দ্র সরকার, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় কক্সবাজারে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামপদ বিশ্বাস, শিল্প মন্ত্রণালয়ের কাঞ্চন বিকাশ দত্ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাহানার খানম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ফারুক আহম্মদ খান।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব পদে যোগদানপত্র প্রেরণ এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকতে বলা হয়েছে।
প্রতিদিনের চাঁদপুর/আরএ
মন্তব্য করুন