(প্রতিদিনের চাঁদপুর/০৫জানুয়ারি/আরএ)
চাঁদপুরঃ ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেয় আইন মন্ত্রণালয়, যা বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনায় বাতিল করা হয়েছে।
গুগল নিউজে (Google News) সাম্প্রতিক দেশকালের খবর পেতে ফলো করুন
আজ রবিবার (৫ জানুয়ারি) আইন ও বিচার বিভাগের উপ সচিব ড. আবুল হাসানাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।
আইন ও বিচার বিভাগের উপ-সচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি, ভূপাল এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য দেশের ৫০ বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক বাতিল করা হলো।
এর আগে, আবুল হাসানাতে স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রণালয়।
(প্রতিদিনের চাঁদপুর/০৫জানুয়ারি/আরএ)
মন্তব্য করুন