অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ১০ উইকেটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়ে ভারতের রান তাড়া করতে ২০ বলই যথেষ্ট হয়েছে স্বাগতিকদের জন্য। ১৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নাথান ম্যাকসুইনি এবং উসমান খাজা অনায়াসেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এই জয়ে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ ১-১ সমতায় ফিরিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের বাকি ম্যাচগুলোতে আরও উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে এই জয়। দু’দলই তৃতীয় টেস্টে আরও ভালো পারফর্ম করার লক্ষ্যে নামবে। এখন সিরিজের ফয়সালা করতে বাকি দুই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্যাটিং ধসে ভারত প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে থামে। মিচেল স্টার্ক ছিলেন বিধ্বংসী, ক্যারিয়ারসেরা ৬/৪৮ বোলিং ফিগারে ভারতকে গুটিয়ে দেন। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩৩৭ রান করে, যেখানে ট্রাভিস হেডের ১৪০ রানের ইনিংসটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি চারটি করে উইকেট নেন।
১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারত মাত্র ১৭৫ রানে অলআউট হয়। প্যাট কামিন্সের নেতৃত্বে অজি বোলাররা দ্বিতীয় ইনিংসেও দারুণ পারফর্ম করেন। কামিন্স ৫ উইকেট নেন, স্কট বোল্যান্ড ৩টি ও স্টার্ক ২ উইকেট শিকার করেন।
ট্রাভিস হেড ভারতের বিপক্ষে সবসময়ই দারুণ খেলেন। ১৪১ বলে ১৪০ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। তার ইনিংসে ছিল ১৭টি চার ও ৪টি ছক্কা।
প্রথম ইনিংসে ব্যাটারদের ব্যর্থতার পুনরাবৃত্তি দ্বিতীয় ইনিংসেও দেখা গেছে। নিতীশ কুমার রেড্ডির ৪২ রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স দেখা যায়নি। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল সবাই ব্যর্থ হন।
মন্তব্য করুন