আলোচিত-সমালোচিত বাংলাদেশ গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল ব্যাংক) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার কলকাতার আলিপুর প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেয়েছেন।
জেল থেকে বেরিয়ে গণমাধ্যমের কর্মীদের সামনে তিনি বলেন, এখন আমি কিছু বলবো না। আমার আইনজীবীর সঙ্গে কথা বলে পরে বলবো।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ কারামুক্ত হন তিনি। এরপর গণমাধ্যমকর্মীরা তাকে ঘিরে ধরলে হাতজোড় করে এসব কথা বলেন তিনি।
গতকাল সোমবারই জেল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল পি কে হালদারের। কিন্তু ব্যাংকশাল কোর্টের নথি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে না পারায় তার মুক্তি আটকে যায়। মঙ্গলবার পি কে হালদারের সঙ্গে মুক্তি পেয়েছেন উত্তম মিস্ত্রী ওরফে উত্তম মৈত্রীও। অপর অভিযুক্ত স্বপন মিস্ত্রী ওরফে স্বপন কুমার মৈত্রীর নথি জমা না পড়ায় তার জামিন আটকে গেছে।
এর আগে, গত ২০ ডিসেম্বর কলকাতার ব্যাংকশাল কোর্টের অন্তর্গত নগর দেয়রা আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় পি কে হালদার, উত্তম মিস্ত্রী ও স্বপন মিস্ত্রির জামিন মঞ্জুর করেন।
প্রতিদিনের চাঁদপুর/আরএ
মন্তব্য করুন