চাঁদপুরঃ ইয়াসির আলী ও এনামুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজি পেয়েছে দুর্বার রাজশাহী। ২০ ওভার শেষে ৩ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করেছেন তারা। ৪৭ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন ইয়াসির আলী। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান আসে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। ফরচুন বরিশালের টার্গেট ১৯৮ রান।
বিপিএলের উদ্বোধনী ম্যাচে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি রাজশাহীর। দ্বিতীয় ওভারেই আউট হয়েছেন দলটির ওপেনার জিসান আলম। তিনি কাইল মায়ার্সের বলে বোল্ড হয়ে ফিরেছেন শূন্য রানে। এরপর ১৩ রান করা মোহাম্মদ হারিস আউট হয়েছেন মেয়ার্সের বলেই তাকে ক্যাচ দিয়ে। মেয়ার্স করেছিলেন স্লোয়ার বল সেই বল সোজা ব্যাটে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন তিনি বোলারের।
এরপর দলটির হাল ধরেন অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলী। ১৮তম ওভার এসে ভাঙে সেই জুটি। ততক্ষণে রাজশাহীর রান ১৬৫। দুজনের ১৪০ রানের জুটির পরে বিজয় ফিরলেও শেষ পর্যন্ত ঝড় চালান ইয়াসির। শেষ পর্যন্ত ৪৭ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসে ৭টি চার মেরেছেন, ছক্কা হাঁকিয়েছেন ৮টি। প্রায় সেঞ্চুরির কাছে গিয়েও পারেননি। তবে শেষ ৫ ওভারে তার ঝড়েই ৭৫ রান সংগ্রহ করে রাজশাহী।
রাজশাহী অধিনায়ক এনামুল বিজয় খেলেন ৫১ বলে ৬৫ রানের ইনিংস। তিনি ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকান। বড় তারকা হলেও খরুচে ছিলেন শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে ৩৩ রান দিলেও উইকেট পাননি। ৪ ওভারে ৫৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন রিপন। শেষ দুই ওভারে তিনি দেন ৩৫ রান।
প্রতিদিনের চাঁদপুর/আরএ
মন্তব্য করুন